গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগ ও ল্যাব প্রধান সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম জানান, গত সোমবার (২ আগস্ট) পিসিআর মেশিনে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। পরে মঙ্গলবার (৩ আগস্ট) থেকে করোনার নমুনা পরীক্ষার কাজ বন্ধ রাখা হয়।
গত সোমবার বিকেলে পিসিআর মেশিনে করোনা পরীক্ষার জন্য ১২৩টি নমুনা দেওয়া হয়। এতে ১১৫টি পজিটিভ ও আটটি নেগেটিভ রিপোর্ট আসে।
তিনি বলেন, এই পরীক্ষার ফলাফল নিয়ে সন্দেহ দেখা দেয়। এছাড়া পিসিআর টিউবে ভাইরাসের উপস্থিতি পাওয়ায় যন্ত্রে ত্রুটির বিষয়টি ধরে পড়ে।
পরে সব নমুনা পুনঃপরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। করোনা পরীক্ষার মেশিন এবং ল্যাব জীবাণু মুক্ত করার পর শুক্রবার (৬ আগস্ট) থেকে আবার নমুনা পরীক্ষা শুরু করা হবে বলে জানান তিনি।
Leave a Reply