চিরিরবন্দরে প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি’র লক্ষে আচার প্রশিক্ষণ সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
মাহাফুজুল ইসলাম আসাদ
দিনাজপুর প্রতিনিধি-
দিনাজপুরের চিরিরবন্দরে সোমবার ৪ জানুয়ারী’২০২১ বিকাল ৩টায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৪ নং ইসবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি’র লক্ষে, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুরের সহযোগিতায়, কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস) এর বাস্তবায়নে ৭দিন ব্যাপী আচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ প্রদান করা হয়।
৩০ জন নারী প্রশিক্ষনার্থীদের সমন্বয়ে ৭দিন ব্যাপী আচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ প্রদান করা হয়।
সরকারি স্বাস্থ্যবিধি মেনে উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু। অনুষ্ঠানে কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি (কেএমডিএস)’র ইনচার্জ মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, ৪নং ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হায়াদার লিটন, চিরিরবন্দর অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পাশে দাঁড়াও এর আহব্বায়ক মাহাফুজুল ইসলাম আসাদ। অনুষ্ঠানে কলোনীপাড়া মহিলা উন্নয়ন সমিতি’র প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমডিএস’র কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল্লাহ আল সাকিব (মাসুম), ট্রেইনার মোছাঃ সুরাইয়া বেগমসহ সকল প্রশিক্ষনার্থীবৃন্দ।
Leave a Reply