মাজেদ আহমদ জকিগঞ্জ প্রতিনিধি::
জকিগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত চারদিনে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে দুই অঙ্ক। এদিকে, সংক্রমণ রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বাজারহাটে দুরত্ব বজায়সহ জনসমাগম এড়াতে স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে লোকমান উদ্দীন চৌধুরী এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, মাও. আব্দুস সবুর, খলাছড়া ইউ.পি. চেয়ারম্যান কবির আহমদ, জকিগঞ্জ সদর ইউ.পি. চেয়ারম্যান খলিলুর রহমান, সুলতানপুর ইউ.পি. চেয়ারম্যান রফিকুল ইসলাম, কসকনকপুর ইউ.পি. চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, মানিকপুর ইউ.পি. চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী প্রমূখ। এসময় করোনা সংক্রমণ রোধে মানুষের মাঝে সচেতনতা তৈরী নিয়ে ব্যাপক আলোচনা হয়।
Leave a Reply