জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিকনির্দেশনায় গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০পিস ইয়াবা ও নগদ টাকাসহ সেলিম মিয়া নামেএক যুবককে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
আটক যুবকের নাম মোঃ সেলিম মিয়া (৩২)সে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর ১নং আপ এলাকার মৃত্যু ফখরুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১.৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এস আই অজয় চন্দ্র রায় এর নেতৃত্বে সঙ্গীয় এসআই জহিরুল ইসলাম ও এএসআই মোস্তাক আহমদ উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর ১নং আপ এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে ৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ তিন হাজার দুইশত ষাট টাকাসহ সেলিম মিয়াকে আটক করে।
আটক সেলিম মিয়া একজন শীর্ষ মাদক ব্যবসায়ী তার দশ বছর বয়স থেকে সে রীতিমতো মাদক ব্যবসা করে আসছে ও একাধিক মাদক মামলার জেল ফেরত আসামী।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে ওসি পরিমল দেব জানান।
Leave a Reply