রহিম উদ্দিন স্টাফ রিপোর্টার গোয়াইনঘাট(সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং নদীর পাথরে লেগে আছে টাকার গন্ধ, বাংলাদেশ সরকার কর্তৃক লিজের নাম করে পিয়াইন নদীর পাথর থেকে আদায় করা হচ্ছে দৈনিক লক্ষ লক্ষ টাকা।
এ নদীর পরিবেশগত নিষেধাজ্ঞা সীমারেখার বাহিরে সনাতন পদ্ধতিতে বারকি নৌকায় পাথর উত্তোলন করে জীবন-জীবিকা চালাচ্ছেন পাথর শ্রমিক। এসকল পাথর ক্রয় করে নদী থেকে তুলে আনতে গেলে গাড়ি মেপে পাথর ফুট ১৫ টাকা করে দিতে হয় চাঁদা। তবেঁ এ চাঁদা আদায় কারি প্রধান কর্তা মাসুক আহমেদ,তিনি দৈনিক ১২/১৫ সদস্যের একটি চক্র দিয়ে এইসব গাড়ি মাপিয়ে চাঁদা আদায় করান, দিনের শেষে সহকারীদের ভাতা দিয়ে বাকি টাকার ঝুলি নিয়ে মাসুক অদৃশ্য দরবারে চলে যান।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মাসুক শুধু রয়্যালিটির মেনেজার, সে টাকা কালেকশন করে সুমন ভাই নামের এক ব্যক্তির অফিসে জমা করে। সাপ্তাহ শেষে লক্ষ লক্ষ টাকা প্রশাসন সাংবাদিকসহ দলীয় নেতাদের পকেট ও বিকাশে ভাগ বিভাজন হয়।
পাথর কিংবা গাড়ি থেকে রয়্যালিটি আদায়ের বিষয়ে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট কোন মন্ত্রণালয় কিংবা স্থানীয় উপজেলা প্রশাসন কর্তৃক বৈধতা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে এই বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান,পাথরের উপর সরকারী কোন রয়্যালিটি বা ট্যাক্স নেই, কেউ যদি উত্তোলন করে সেটা চাঁদাবাজি, পুলিশকে প্রমাণ সহ্ জানালে পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কমিশনার(ভূমি) মো.তানভীর হোসেন জানান,উপজেলা প্রশাসন কিংবা বাংলাদেশ সরকার কর্তৃক কোন লীজ নেই।উপরোক্ত তথ্য বা ব্যক্তির সাথে সরকার কিংবা উপজেলা প্রশাসনের সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে পুর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার ইমরুল কবিরের ব্যবহিত মোটফোনে যোগাযোগ করতে চেষ্টা করিলে তিনি ফোন রিসিভ করেন নি।
Leave a Reply