মোঃখায়রুল ইসলাম হৃদয়.
গজারিয়া,(মুন্সিগঞ্জ)ঃ
মুন্সিগঞ্জের জেলায় ছয়টি উপজেলার মধ্যে গজারিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, মাদক উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেফতার সহ গজারিয়া উপজেলায় আইন প্রয়োগকারি সংস্থা গজারিয়া থানা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যর জন্য গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন কে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। অপরদিকে চতুর্থবার মতো মুন্সীগঞ্জে জেলার শ্রেষ্ঠ এএসআই ফারুক আহমেদ
নির্বাচিত হয়েছেন।
তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন গজারিয়ায় সুশীল সমাজ।
অপরদিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে ৬ (ছয়) থানার অফিসার ইনচার্জগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) ২০২২-২০২৩ চুক্তি স্বাক্ষর করেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব আব্দুল মোমেন পিপিএম মহোদয়। সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২০২৩ স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম’ এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।
Leave a Reply