1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
টেকনাফে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশে সাবেক এমপি শাহজাহান চৌধুরী - dainikbijoyerbani.com
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
ad

টেকনাফে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশে সাবেক এমপি শাহজাহান চৌধুরী

টেকনাফ থেকে : নুরুল হোসেন
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯৪ Time View

 

স্বৈরাচারী হাসিনা গনতন্ত্র ধ্বংস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে

টেকনাফ থেকে : নুরুল হোসেন

টেকনাফে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও যুব সমাবেশে প্রধান অতিথি সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, স্বৈরাচারী হাসিনা গনতন্ত্র ধ্বংস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। প্রশাসনকে মানুষের কাছে লেলিয়ে দিয়ে নির্যাতন, গুম, খুন করে ভারতের তাবেদারী করতে ব্যস্ত ছিল। হাজার হাজার কোটি টাকা পাচার করে রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করেছে।

টেকনাফের মানুষের বৈধ আয়ের পথ নাফনদী ও করিডোর বন্ধ করে দিয়ে অবৈধ ভাবে আয়ের পথ সুগম করে দিয়েছে আওয়ামী স্বৈরাচারী হাসিনা সরকার। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুন্থানে পালিয়ে গিয়ে  এখন ভারতে বসে দেশকে অরাজকতা সৃষ্টির পায়তারা রয়েছে। বর্তমান অন্তর্বতিকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। যেন একটি সুন্দর ও অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। তিনি বর্তমান সরকারের প্রতি অনতিবিলম্ব নাফ নদী উম্মুক্ত করে জেলেদের মাছ শিকারের ব্যবস্থা, করিডোর খুলে দেওয়ার আহবান জানান।

এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে তার শাসন আমলের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, শাহপরীরদ্বীপ থেকে।টেকনাফ, বাহারছড়া সড়ক,কলেজ, স্থলবন্দরসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নতির কথা তুলে ধরেন।

তিনি উখিয়া টেকনাফে অবস্থানরত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের  যত তাড়াতাড়ি সম্ভব কুটনৈতিক আলাপের মাধ্যমে প্রত্যাবাসনের আহবান জানান।

তিনি প্রশাসনের প্রতি আহবান জানান মাদক,অপহরণ ও দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আহবান জানান।

টেকনাফে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুব সমাবেশ করেছে উপজেলা যুবদল। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

রবিবার (২৭ অক্টোবর) বেলা ২টার সময় টেকনাফ পৌরসভার বাস স্টেশনে  উপজেলা যুবদলের আহবায়ক মো. কাইয়ুমের সভাপতিত্বে ও সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরী এবং পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আয়ুবের যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সিঃ সহ-সভাপতি মোঃ হাশেম, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু,জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী,উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক মোঃ আলী মেম্বার,জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল্লাহ, রেজাউর রহমান, শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. সেলিমুল মোস্তফা,শাহপরীরদ্বীপ বিএনপির সভাপতি মোঃ ইসমাইল মেম্বার, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর, হোয়াইক্যং বিএনপির সভাপতি হাজী ফেরদৌস,আলী আকবর মেম্বার,বাহারছড়া বিএনপির সভাপতি সাবের আহমদ,ছৈয়দ মেম্বার,সাবরাং বিএনপির সভাপতি আব্দুল গফুর,সাধারণ সম্পাদক ইমান হোসেন,সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম,পৌর বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান,বিশেষ বক্তার বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক আবদুল শুক্কুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকতার হোসেন বাপ্পী, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, নুরুল হুদা,  মোঃ রফিক , রহমত উল্লাহ রানা, মোঃ সেলিম উল্লাহ, উপজেলা মৎস্য জীবিদলের আহবায়ক জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. রশিদুল আলম চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হোসাইন আনিম, পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের আহবায়ক নোমান প্রমুখ।

যুব সমাবেশে টেকনাফের প্রত্যন্ত এলাকা থেকে দলের অংগসংগঠনের নেতা কর্মীরা দলে দলে ব্যানার, ফেস্টুন সহকারে মিছিলে মিছিলে যোগদান করে বাস স্টেশন চত্বর লোকে লোকারণ্যে পরিনত হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টায় টেকনাফ বাসস্টেশন চত্বরে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এতে বিভিন্ন পেশার মানুষ চিকিৎসা সেবা নেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি