রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ২৪/০৭/২০২৩ইং তারিখ ১৪:৫০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে অত্র জেলার বানিয়াচং থানাধীন তাঁতারী মহল্লা সাকিনের জনৈক আবিদুর রহমান এর ফিসারীর ছাপড়া ঘরে জুয়া খেলারত অবস্থায় ০১) মোঃ দুলাল মিয়া (৪৫), পিতা-মৃত সুন্দর আলী, সাং-আদমহানী, ২নং বানিয়াচং ইউপি, ০২) আলফু মিয়া (৪৫), পিতা-মৃত সৈয়দ আলী, সাং-জাতুকর্ণপাড়া, ৩নং ইউপি, ০৩) মোঃ শাহিনুর রহমান মিয়া (৩২), পিতা-মৃত মোঃ শফিক মিয়া, সাং-নন্দীপাড়া, ০১নং ইউপি, ০৪) মোঃ কাজল মিয়া (৩৯), পিতা-মৃত চেরাগ আলী, ৩নং ইউপি, ০৫) মোঃ শেবুল মিয়া (৩৪), পিতা-মৃত গরীব উল্ল্যা, ২নং ইউপি, ০৬) বশির মিয়া (২৮), পিতা-আরমান মিয়া, সাং-চিলাপাঞ্জা, ৩নং ইউপি, ০৭) মোঃ আব্দুল হাই, (৪৮), পিতা-লাল মিয়া, সাং-জাতু কর্ণপাড়া, ৩নং ইউপি সর্বথানা-বানিয়াচং ও সর্ব জেলা-হবিগঞ্জ-কে প্লেয়িং কার্ড (তাস) দিয়ে জুয়া খেলারত অবস্থায় আটক করে। এ সময় ১০৪টি প্লেয়িং কার্ড (তাস), ০২ প্যাকেট নতুন তাস, ১টি পুরাতন বিছানার চাদর, নগদ ১১, ৭০০/- (এগার হাজার সাতশত) টাকা জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
Leave a Reply