মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার তালতলীতে খেলতে গিয়ে গলায় রশিতে ফাঁস পরে মোস্তাফিজুর রহমান তুহিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল ২৪ সেপ্টেম্বর রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের ছাতন পাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটি ছাতন পাড়া গ্রামের মোতালেব ওরফে লিটন হাওলাদারের ছেলে।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশু মোস্তাফিজুর রহমান শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঘরের পিছনের দরজার দৌড়ের সাথে টানানো রশি দিয়ে খেলতে ছিল একপর্যায়ে রশি গলায় পেচিয়ে ফাস পড়ে শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তালতলী থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply