মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে গাছের চাপায় পড়ে আনসার খলিফা (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনসার খলিফা মৃত গনি খলিফার ছেলে।
জানা গেছ , নিজ বাড়ির সামনে থেকে বড় ১টি জামগাছ কাটতেছিলেন আনসার খলিফা ও তার পুত্র সামছু খলিফা। গাছের অধিকাংশ কাটা হলে তার পুত্র সামছু তাকে ডেকে বলে আব্বা তাড়াতাড়ি সইর্রা যান। গাছ কিন্তুু হেইল্লা পড়িতেয়াছে। আনসার খলিফা (৫৫) ছেলের কথা না শুনে উল্টো গাছ ঠেলিয়া ধরে। যাহার ফলে কর্তনকৃত জাম গাছটি এসে ভিকটিম আনসার খলিফার মাথার উপরে পড়ে। এতে মাথা থেতলে গিয়ে মগজ বেড়িয়ে এসে ঘটনাস্থলেই তিনি মাড়া যায়।
এবিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, তালতলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply