1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
তালতলীতে জাগোনারীর আয়োজনে নারী ও শিশু নির্যাতনসহ বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভা। - dainikbijoyerbani.com
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
ad

তালতলীতে জাগোনারীর আয়োজনে নারী ও শিশু নির্যাতনসহ বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভা।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে জাগো নারীর আয়োজনে নারী ও শিশু নির্যাতনসহ বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটের দিকে তালতলী উপজেলা মিটিং রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার ৩ টি ইউনিয়নে ১২০ টি নারীদের দল রয়েছে। প্রতিটি দলে ২৫ জন করে সদস্য আছে। প্রতিমাসে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর সচেতনমূলক মিটিং করা হয় এদেরকে নিয়ে। প্রায় ৩ হাজারের মতো উপকারভোগী রয়েছে এই প্রকল্পে। যার মধ্যে নারী উপকারভোগী ১৫ শত, পুরুষ ৭৫০ এবং কিশোর কিশোরী ৭৫০ জন।

বাল্যবিয়ে নারী ও শিশু নির্যাতন সম্পর্কিত সরকারি সেবা সমূহের জন্য প্রতিটি দলের কাছে দেয়া হয়েছে হটলাইন নম্বর। এই প্রকল্প থেকে কিশোর-কিশোরীদের মধ্যে আলোচনার মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধ করা হয়েছে ২১১ টি। বন্ধ করা হয়েছে ৩০২ টি। নারী নির্যাতন প্রতিরোধ করা হয়েছে ১৮৫১ টি এবং আপোষ মীমাংসা করা হয়েছে ২৮১ টি।

জীবনযাত্রার মানুন্নায়নের লক্ষ্যে ২০০ জনের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে ১৪ লাখ ৭ হাজার টাকা। করোনো মহামারীর সময়ে অসহায়দের মধ্যে খাদ্য সহায়তার জন্য ৭ হাজার ৫০০ টাকা করে ৩৫০ জনের মধ্যে ৮ লাখ ৭৫ হাজার টাকা দেয়া হয়েছে। এবং চিকিৎসা বাবদ ৩৩ জনকে ৩৬ হাজার টাকা আর্থীক সহায়তা দেয়া হয়েছে। দেনমোহর আদায়ের লক্ষে ৬০ লাখ ও খোরপোষ আদায় ২ লাখ ৫২ হাজার টাকা দেয়া হয়েছে ।

তালতলীর জাগো নারীর অফিশিয়াল তথ্যানুসারে জানা গেছে, ২০১৯ সন থেকে এ পর্যন্ত তালতলীতে ১৫৭ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। ৮৮ জন মানসিক নির্যাতনের শিকার হয়েছে। যৌতুকের অভিযোগ এসেছে ২৪ টি এবং যৌন নির্যাতনের অভিযোগ এসেছে ৪টি। খুঁটিনাটি বিষয় নিয়েও অসচেতন বসত দিন দিন এলাকার মানুষের মাঝে শারীরিক নির্যাতন বেড়েই চলছে। এসকল তথ্য উপস্থাপন করে সকলকে সচেতনতার বার্তা দেয় জাগো নারী সংগঠন।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা নির্বাহী অফিসার কাওসার হোসেন, তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, স্যানিটারী ইন্সপেক্টর রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি নজরুল ইসলাম লিটু, সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, তালতলী সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান, জাগো নারী প্রকল্প সমন্বয়কারী রাবেয়া আক্তার মুন্নি প্রমুখ

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি