মোঃ লিমন গাজী
বরগুনা জেলন প্রতিনিধি
বরগুনার তালতলীতে সারে ৭ ফিট লম্বা একটি মৃত্যু চন্দ্রপোড়া সাপ উদ্বার করেছেন তালতলী বন-বিভাগ। আজ বৃহস্বপতিবার দুপুরের দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউপির বতিপাড়া এলাকা থেকে সাপটি উদ্বার করা হয়।
প্রাথমিক পর্যায়ে অনেকের ধারনা, বেশ কয়েক দিন যাবত ভারি বর্ষণের কারনে খাবারের সন্ধানে বন থেকে লোকালয় চলে আসেন চন্দ্রপোড়া সাপ। এবং জালে আটকা পরে মাড়া পরেন। পরক্ষনে বন-বিভাগের লোকজন গিয়ে সাপটি উদ্বার করে নিয়ে আসেন।
এবিষয়ে তালতলীর রেঞ্চ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে দুপুর আনুমানিক ২ টার দিকে সাপটিকে উদ্বার করেছি।যে কোনো কারনে সাপটি মারা জেতে পারে এবং এবিষয়ে থানায় অভিযোগ করা হবে।
এবিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানায়, যে কোনো কারনে সাপটি মারা জেতে পারে। এবিষয়ে এখনও থানায় অভিযোগ হয়নি। তবে রেঞ্চ কর্মকর্তা ডায়রি করবেন বলে জানিয়েছে।
Leave a Reply