মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর প্রতিনিধি
লকডাউনের তৃতীয় দিনে পিরোজপুরে চলছে কঠোর লকডাউন। আজ শনিবার সকাল থেকে পিরোজপুর শহরের বিভিন্ন জনবহুল জায়গাগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী।
এদিকে, পিরোজপুর জেলায় লকডাউন কার্যক্রম বাস্তবায়নে সেনাবাহিনীর কার্যক্রম তদারকি ও সমন্বয় এর উদ্দেশ্যে শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মো: জিয়াউর রহমান শনিবার সকালে পিরোজপুর সফর করেন। তিনি পিরোজপুর শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এদিকে, গত ৪৮ ঘন্টায় ৫৯ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন। জেলায় মোট সংক্রমণের হার ৫৫ শতাংশ বলে জানান সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইফসুফ জাকী।
সিভিল সার্জন জানান, প্যাথলজিতে টেকনিশিয়ানের সংকট থাকায় শুক্রবার করোনার র্যাপিড এন্টিজেন পরিক্ষা করা সম্ভব হয়নি। তাই গত ২৪ ঘন্টায় মাত্র ৩ জনকে পজেটিভ পাওয়া গেছে।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে থেকে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply