1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
দিরাইয়ের প্রিয়মুখ তরুণ কবি পারভেজ হুসেন তালুকদার - dainikbijoyerbani.com
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
ad

দিরাইয়ের প্রিয়মুখ তরুণ কবি পারভেজ হুসেন তালুকদার

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৮২ Time View

 

হাছান মিয়া দিরাই উপজেলা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি: দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকা সহ ম‍্যাগাজিনে নিয়মিত ছড়া-কবিতা লিখে জনপ্রিয়তা পাচ্ছেন দিরাইয়ের তরুণ কবি ও শিশুসাহিত‍্যিক পারভেজ হুসেন তালুকদার। বর্তমান সময়ে সারাদেশে যে কজন কম বয়সী কবিরা নিয়মিত পত্রপত্রিকা লিখছেন তাদের মধ্যে পারভেজ অন‍্যতম। তিনি মূলত ছন্দের নান্দনিকতায় শিশুতোষ ও কিশোর উপযোগী ছড়া-কবিতার জন্যই সবচে বেশি পরিচিত। তাছাড়াও তিনি গল্প, প্রবন্ধ লেখা ও শিশু সাংবাদিকতায় বিডিনিউজ ২৪ এর হেলো’র সাথে যুক্ত আছেন। এরই ধারাবাহিকতায় প্রকাশ হয় তাঁর বই মজার পড়া ছন্দ ছড়া, ছড়ার ঝলক, স্মৃতির আলপনায় কাব‍্য ও চাওয়া না চাওয়া। সাহিত্য সম্পাদনার সাথেও সম্পৃক্ত আছেন তিনি, তাঁর সম্পাদনায় প্রকাশ হয় কাব‍্য কিশোর যা “কাব‍্য কিশোর ইংরেজি” প্রকাশের জন্য সারা বিশ্বে ব‍্যাপক পরিচিত। সপ্তম শ্রেণিতে লেখালেখির সূচনা হলেও তাঁর লেখা কবিতা প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয় নবম শ্রেণিতে থাকাকালীন সময়। সেই থেকে শুরু হয় দেশের জাতীয় অঙ্গনের পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি, এযাবৎ তাঁর অসংখ্য ছড়া-কবিতা দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। লেখালেখিতে এই পর্যন্ত পৌঁছাতে অনেক প্রতিকূলতা পেরিয়ে আসতে হয়েছে পারভেজকে। শুরুতে বন্ধু, স্বজন, পরিজন, এমনকি পরিবারেও অনেক কথা শুনতে হয়েছে তাঁকে। যদিও তাঁর কাব‍্যিক পথে সেসবে কান দেয়ার সময় ছিল না। পারভেজ দিরাইয়ের একমাত্র কবি যিনি নিয়মিত দেশের জাতীয় অঙ্গনের পত্রপত্রিকা ও ম‍্যাগাজিনে লিখছেন, তিনি ২০২১ সালে হাওর অঞ্চলের সুলতান ছড়াকার আখ্যা পান। একাধারে কবি, শিশুসাহিত‍্যিক, মুক্ত-সাংবাদিক, সাহিত্য সম্পাদক ও ইন্টারনেট উদ্যোক্তা পারভেজ বর্তমানে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের শিক্ষার্থী। তিনি ২০০৫ সালের ২৩শে আগস্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আবুল কাশেম তালুকদার ও মাতার নাম সুলতানা পারভীন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি