নরসিংদীতে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম সবুজ
(নরসিংদী জেলা প্রতিনিধ)
রবিবার (০৩রা জানুয়ারী) নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া,জাকির ফকিরের বাড়িতে বর্তমান সরকার উন্নয়ন কর্মকান্ড ও নারী অগ্রাধিকার বিষয়ক এক মতবিনিময় সভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রয়াত মেয়র লোকমান হোসেনের স্ত্রী ও নরসিংদী এবং গাজীপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ৩২৪ এমপি,বস্তু ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী। এসময় তিনি বলেন আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়ন, এই সরকার মানেই নারীর উন্নয়ন,বর্তমান সরকারের কারনে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে উল্লেখ করেন ‘আমরা নিজ অর্থায়নে যেমনি পদ্মাসেতু করছি, তার সাথে সাথে একটি গর্বিত জাতি হিসেবেও আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। তাই এি সরকার কোন বিকল্প নাই। ঠিক তেমনি মেয়র লোকমান হোসেন ও আপনাদের ভালোবাসতে গিয়ে শহীদ হয়েছেন, মেয়র পরিবার সময় সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।
নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী ব্যক্তিগত উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নারী অগ্রাধিকার বিষয়ক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ৬ নং ওয়ার্ডের রাঙ্গামাটি এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নারী অগ্রাধিকার বিষয়ক মতবিনিময় সভা ও উঠান বৈঠক।এসময় তিনি আরো বলেন বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে মতবিনিময় সভা ও উঠান বৈঠকে তামান্না নুসরাত বুবলী বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপে পদ্মা সেতু আজ দৃশ্যমান। কিন্তু একটা সময় বিদেশি বিনিয়োগকারীরা পদ্মা সেতুতে বিনিয়োগ করবে না বললে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে নিজের দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছেন, যা বর্তমানে দৃশ্যমান। তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, নৌকা মার্কা উন্নয়নের মার্কা, আমি আশাবাদী আগামী দিনে এ সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দেবেন। প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দেয়, সেটা বাস্তবায়ন করে দেখায়। শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সকলে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এছাড়া সরকারের উন্নয়ন সম্পর্কে জনগণকে সচেতন করতে উঠান বৈঠকের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
Leave a Reply