হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। যার মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা সত্যিই অতুলনীয়।সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি একজন কবি,একজন সাম্যের কবি,অসাম্প্রদায়িক কবি,বিদ্রোহী কবি,প্রেমের কবি,বিশ্বায়নের নজরুল সেই কবিকে নিয়ে ১৯তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন ২০২২ হতে যাচ্ছে নিউজার্সি অঙ্গরাজ্যে নিকোলাস মিউজিক সেন্টার রাটগার্স ইউনিভার্সিটি নিউ ব্রুন্স্বিকএ। অনুষ্ঠানটি হবে আগামী বছর অর্থাৎ ২০২২ দুই দিনব্যাপী জুন মাসের ২৫ এবং ২৬ তারিখ, আয়োজনে শতদল। নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি (NANCC) অনুমোদনক্রমে শতদল এ আয়োজন করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।খবর বাপসনিউজ।
গত ৪ টা ডিসেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায়, শনিবার সন্ধ্যা ৬ টায় মিট দ্যা প্রেসে নজরুল সম্মেলনের অন্যতম উদ্যেক্তা এবং কনভেনর নজরুল গবেষক কবির করিন, সাংবাদিকদের দুদিন ব্যাপী উত্তর আমেরিকার নজরুল সম্মেলনর বিস্তারিত জানিয়ে বলেন,
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা-চেতনা,উত্তর আমেরিকাতে ছড়িয়ে দেওয়ার জন্য, নজরুলের বিদ্রোহী কবিতার ১০০ বছর পূর্তি এবং তাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার নিমিত্তে এবং তাঁর কাব্যে, তাঁর সঙ্গীতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্ন ভাষায় সেটি সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই সম্মেলনের মূল উপাত্ত।আমাদের এই সম্মেলনের স্লোগান “বল বীর- বল উন্নত মম শির “সম্মেলন উপলক্ষে বাংলাদেশ ও ভারত, থেকে অনেক শিল্পী কলাকুশলী অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমরা আশা করছি। বাংলাদেশের নজরুল ইনস্টিটিউটের পরিচালক জাকির হোসেন আমাদেরকে নিশ্চিত করেছেন প্রধান অতিথি হিসাবে এ সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে। এরই মাঝে উত্তর আমেরিকায় অত্যন্ত সুপ্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউএসএ এর সভাপতি এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী টেক্সাস প্রবাসী রায়হান চৌধুরী আমাদেরকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
উত্তর আমেরিকার সমাজ সংস্কারক,সাংস্কৃতিক ব্যক্তি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ সহযোগিতার হাত বাড়িয়েছেন। আরো অনেকে মৌখিকভাবে প্রতিশ্রুতি বদ্ধ নজরুল সম্মেলনে সহযোগিতা করার জন্য। সম্মেলনে যোগ দেওয়ার জন্য উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে বিভিন্ন সংগঠন এবং শিল্পীরা অত্যন্ত আগ্রহ সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাদের অভিমত ব্যক্ত করেছেন।আমরা টেক্সাস ,ক্যালিফোর্নিয়া ,কানাডা ,ওয়াশিংটডিসি ,নিউইয়র্ক এবং নিউজার্সি থেকে বেশ কিছু সংগঠন পেয়েছি যারা সম্মেলনে যোগ দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আমাদের এই অনুষ্ঠান হওয়ার কারণে সবার কাছে অনুরোধ করব এই বিশেষ দিনে নিজেদের ব্যক্তিগত কোনো অনুষ্ঠান না রাখার জন্য। মিডিয়ার কাছে আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি যে জাতীয় কবির উপরে সম্মেলনটি যেন আপনাদের মাধ্যমে সবার কাছে সঠিক ভাবে প্রচার পায় এবং আপনারা আজকে আমাদেরকে এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনারা জাতীয় কবিকে সম্মানিত করেছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমি কবির কিরণ,হাসান আমজাদ খান,দেবল গুপ্তা,ডক্টর রফিক খান, ডক্টর ফারুক আজম, রাহাত চৌধুরী, অর্পিতা গুপ্তা, হাছান মাহমুদ, সাবরিনা কবির ছন্দা, গোলাম মোস্তফা সহ আমরা সবাই আপনাদের কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।ভবিষ্যতে আমরা বিভিন্ন স্টেটে নজরুলের উপর টাউন হল মিটিং করব এবং আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আশা করি আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা পাওয়া যাবে।এই ধরনের একটা অনুষ্ঠানের জন্য আমাদের একটা বাজেট থাকে, সেটি আনুমানিক ৭০হাজার ডলার। আপনারা যারা অনুষ্ঠানটিকে আন্তরিক ভাবে সাহায্য করতে চান তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন সেটিই আমাদের আশা। সবাইকে অশেষ ধন্যবাদ।
দুই দিন ব্যাপী নজরুল সম্মেলনে কানাডা ও ইউরোপ থেকেও নজরুল গবেষকরা অংশগ্রহন করবেন। যারা নজরুল বিষয়ক গবেষনা করেন ও নানা বই পুস্তক রচনা করেছেন তাদের বিশেষ ভাবে আমন্ত্রন জানানো হবে। এ ছাড়াও নিউইয়র্কে নজরুল কর্নার করার উদ্যেগ থাকবে সম্মেলন পরবর্তিতে । এই ১৯ তম নজরুল সম্মলের কনভেনর হিসাবে আছেন কবির কিরন, মেম্বার সেক্রেটারী হাসান আমজাদ, ডক্টর দেবল গুপ্তা, চীফ করডিনেটর, কালচারাল চেয়ারম্যান ডক্টর রফিক খান, জুয়েল সাদত মিডিয়া চেয়ারম্যান। কনভেনরর ও নজরুল গবেষক কবির কিরন সাংবাদিকদের জানান,জানুয়ারীর শেষ সপ্তাহে ৫১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটির নাম ঘোষনা করা হবে। একটি নজরুল সংকলন প্রকাশের চিন্তা রয়েছে। আশা করা যাচ্ছে স্পন্সরশীপ এর মাধ্যমে সারা আমেরিকার নজরুল ও সুস্থ ধারার সাংস্কৃতিক প্রেমীরা এগিয়ে আসবেন।
Leave a Reply