নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩
শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৯/০৫/২০২১ইং তারিখ ১৩.৩০ ঘটিকায় সময় র্যাব-১৩ এর জঙ্গি দমন সেল ডিএমপি, ঢাকা কোতোয়ালি থানাধীন বাবুবাজার মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য আবু বক্কর সাকিব (১৯), জেলা-চাঁদপুরথকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। উক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনলাইন ভিত্তিক ফেসবুক এবং টেলিগ্রাম এর মাধ্যমে নিষিদ্ধ জিহাদি ও উগ্র জঙ্গিবাদী বিষয় প্রচার প্রচারণা এর পাশাপাশি গোপনে নাশকতামূলক জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিল। অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টেলিগ্রাম ইত্যাদি ব্যবহার
করে সে কোমলমতি তরুণ ও যুবকদের টার্গেট করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ ও জঙ্গি ভাবধারার প্রচার করত বলে জানা যায়।
সে “আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য এবং আসন্ন ঈদকে সামনে রেখে দেশ ও সরকারের ভাবমূর্তি বিনষ্টে নাশকতামূলক পরিকল্পনায় লিপ্ত ছিল।গ্রেফতারকৃতের কাছ থেকে উগ্রবাদী ও জঙ্গিবাদে প্রচারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম, বিভিন্ন সামাজিক
মাধ্যমে তার পোস্টকৃত উগ্রবাদী বিভিন্ন বই এর সফট কপি, সশস্ত্র প্রশিক্ষণের ম্যানুয়াল, জঙ্গী কার্যক্রমে জড়িত অন্যান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ এর স্ক্রীনশট এবং চ্যানেলের লিংক উদ্ধার করা হয়েছে যা অন্যান্য পলাতক জঙ্গিদের শনাক্তকরণে সহায়ক হবে। তার অন্যান্য সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।গ্রেফতারকৃত জঙ্গির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply