1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
পটিয়া'য় ২,৭০০ পিস_ ইয়াবা_ সহ কক্সবাজারের ০২ জন আটক, ০২টি নিয়মিত মামলা দায়েরঃ - dainikbijoyerbani.com
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
ad

পটিয়া’য় ২,৭০০ পিস_ ইয়াবা_ সহ কক্সবাজারের ০২ জন আটক, ০২টি নিয়মিত মামলা দায়েরঃ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৪১ Time View

পটিয়া’য় ২,৭০০ পিস_ ইয়াবা_ সহ কক্সবাজারের ০২ জন আটক, ০২টি নিয়মিত মামলা দায়েরঃ

শেখ দিদারুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম প্রতিনিধি।

গত সোমবার (০৪/০১/২০২১ইং )তারিখ গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম ২,৭০০ (দুই হাজার সাতশত) পিস ইয়াবা সহ কক্সবাজার সদর ও টেকনাফ এলাকার ০২ জন অভিযুক্তকে গ্রেফতার করে।

আসামী- গৌরঙ্গ চন্দ্র দে (২৯)(ডানে), পিতা- মৃত সাধন চন্দ্র দে, মাতা- করু বালা দে, সাংঃ পশ্চিম চৌফলদন্ডী, হিন্দুপাড়া, বনিক পাড়া, ওয়ার্ড নং-০৩, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ, থানাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজার কে ১,২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়
এবং
আসামী- আক্তার হোসেন, পিতাঃ মৃত আব্দুল মোনাফ, মাতাঃ আনোয়ারা বেগম, সাং- পশ্চিম সাতঘরিয়া পাড়া (আব্দুল মোনাফের বাড়ি), ওয়ার্ড নং-০৯, হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলা- কক্সবাজার কে ১,৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তাদের ইয়াবাসহ চট্টগ্রাম অভিমুখে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে থেকে হানিফ বাস থেকে আটক করা হয়। তারা ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে জানায় ।

তাদের সন্ধ্যা প্রায় ০৬ঃ১৫-০৭ঃ৩০ ঘটিকায় অভিযানে আটক করে ইয়াবা জব্দ করতঃ সংরক্ষণ ও বহনের অপরাধে পটিয়া’য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী ০২ টি নিয়মিত মামলা দায়ের করা হয় ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি