আতিকুর রহমান :
সাদা কাগজের নৌকা ভাসিয়ে দেয়া হল লবলং এর দূষিত পানিতে ।সবার হাতেই নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখা লেখা সাদা কাগজের নৌকা । একদল পরিবেশ কর্মীরা এভাবে দাঁড়িয়েই তাদের প্রতিবাদ জানাতে ব্যকুলতা দেখিয়েছেন লবলং খালের দুখলা অংশে দখল ও দূষণ থেকে মুক্তি পেতে ।
কালো, দুর্গন্ধযুক্ত এবং অস্বাস্থ্যকর একটি খালের পাড়ে দাঁড়িয়ে প্রতিবাদ স্বরুপ নদী পরিব্রাজক দল ভিন্নধর্মী আয়োজনে শ্রীপুরে প্রত্যেকটি ভাগাড়ের সামনে লজ্জা নিয়ে দাঁড়নো, কাগজের নৌকা ভাসানোর মাধ্যমে বিশুদ্ধতায় ফেরার আকুতি এবং বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ দিবস উপলক্ষে কাজগুলো করেন ।
এ ব্যপারে নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরীর সাথে কথা বলে জানা যায় শ্রীপুর দূষণের দিক দিয়ে শীর্ষে আছে । পানি দূষণ এখানে বড় সমস্যা । তাই আমরা দূষণ থেকে বের হয়ে আসতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানালাম । আমাদের প্রতিটি সদস্য একটি করে গাছ লাগাবে এবং এতে দীর্ঘ মেয়াদি সবুজায়ন সম্ভব হবে বলে মনে করছি ।
আজ আমরা শ্রীপুরের প্রতিটি ময়লার ভাগাড়ে ভাগাড়ে গিয়ে দাঁড়িয়ে প্রকাশ লজ্জা করতে চেয়েছি কারণ এ সময়ে এসেও আমাদের ময়লার অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলছেনা ! এ থেকে আমরা পরিত্রান চাই ।
এ ব্যপারে নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন আমরা আমাদের কথাগুলো বলেই যাবে । পরিত্রান আসবে সে আশায়ই কাজ করে যাচ্ছি । প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবী জানাচ্ছি সমস্বরে ।
যুক্ত হয়েছিলেন গাজীপুর সদরের মুক্তি যোদ্ধা কলেজের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক কামরুজ্জামান এবং ইতিহা বিভাগের সহকারি অধ্যাপক এমদাদুল হক ।
এছাড়াও উপস্থিত ছিলেন নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার উপদেষ্টা রওশন হাসান রুবেল, যুগ্ম সম্পাদক, পর্যটক শফি কামাল, জোবায়ের আহমেদ, তথ্য বিষয়ক সম্পাদক শাহ আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আমির সিরাজী আকন্দ, খাল পাড়ের কৃষক, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও অন্যান্য সংগঠনের সদস্য বৃন্দ ।
Leave a Reply