সৈয়দ মোঃ রাসেল, স্টাফ রিপোর্টার
পটুয়াখলীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মডার্ন অফিস ম্যানেজমেন্ট নামে পঞ্চম ও ষষ্ঠ ব্যাচের ছয় মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
০৫ডিসেম্বর ২০২১খ্রিঃ রবিবার পায়রা বন্দরের মাল্টিপারপাস বিল্ডিং এর প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথী হিসেবে উপস্থিত হয়ে পটুয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ কামাল হোসেন প্রশিক্ষণ কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের তত্ত্বাবধায়নে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র(ডরপ)এর সহযোগিতায় পায়রা বন্দরের ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-প্রকল্প পরিচালক লেঃ কমান্ডার মোঃ অদনান আবির নাঈম। ওই সময় বিশেষ অতিথি হিসেবে পায়রা বন্দর ডিআইএসএফ প্রকল্পের প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম.মনিরুজ্জামান, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবি এম হুমায়ুন কবির, ধুলাস্বর ইউপি চেয়ারম্যান আঃ জলিল উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পায়রা বন্দর ও ডরপ’র বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথী পটুয়াখালী জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ কামাল হোসেন তার বক্তব্যে বলেন, এটি একটি সম্ভবনাময় প্রশিক্ষণ এর অনেক চাহিদা আছে।এই প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে ভালো জায়গায় চাকুরী নিতে পারিবেন। মডার্ন অফিস ম্যানেজমেন্ট ও বেসিক কম্পিউটার প্রশিক্ষণে সকলকে মনোযোগ নিয়োজিত থাকার অনুরোধ করেন এবং আপনারা নিশ্চয়ই সফল হবেন।তিনি আরো বলেন সঠিক বয়সে ভালো একটি প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন, প্রশিক্ষণ নিয়ে নিশ্চয়ই ভালো করতে পারবেন।
ছয় মাস মেয়াদী ওই প্রশিক্ষণ কোর্সে দুইটি ব্যাচে ক্ষতিগ্রস্ত পরিবারের ৫০ সদস্য অংশগ্রহণ করেন। পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরাল পূয়র (ডরপ) পায়রা বন্দর নির্মানে ক্ষতিগ্রস্ত পরিবারের চার হাজার দুইশত সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে।এ পর্যন্ত তিন হাজার চারশত পঞ্চাশ জন সদস্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্ন করে নিজেদের নিয়োজিত করেছে বিভিন্ন আয়বর্ধক কাজে।
উল্লেখ্য যে, ০৫ডিসেম্বর ২০২১খ্রিঃ ওই কম্পিউটার কোর্স শুরু হয়ে মোট ১৪৪ দিনে কোর্সটি শেষ হবে।
Leave a Reply