মোঃ সুমন প্রাং,কাহালু উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণপুর, দপ্তরিপড়া, মোন্নাপাড়া ও মিস্ত্রিপাড়ার বিভিন্ন বাড়িতে চাঁদার দাবিতে পোস্টার লাগানোর বিষয়টি হালকাভাবে দেখছেন না আইন-শৃঙ্খলা বাহিনী। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছেন পুলিশসহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন টিম।
সোমবার দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সেখানে পরিদর্শনে গিয়ে যে বাড়িগুলোতে পোস্টার লাগানো হয়েছে সেই বাড়ির লোকজন ও ছোট ছেলে-মেয়ের সঙ্গে কথা বলেছেন। সবাইকে তিনি আশ্বস্ত করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনাদের পাশে রয়েছে, ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
চাঁদার দাবীতে প্রায় ৩ শতাধিক বাড়িতে রাতের আঁধারে পোস্টার লাগানোর পর থেকে পুলিশ ও র্যাবসহ গোয়েন্দা সংস্থার একাধিক টিম বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছেন। তারা অনুসন্ধান করছেন একরাতে এতগুলো বাড়িতে কি উদ্দেশে কারা এই চাঁদা দাবীর পোস্টার লাগিয়েছে। চাঁদার দাবিতে লাগানো পোস্টারে কোন জায়গার টাকা দিতে হবে তা উল্লেখ অর্থ কি তাও খতিয়ে দেখছেন পুলিশসহ গোয়েন্দা সংস্থার লোকজন।
এদিকে এই ঘটনায় অনেকে আতঙ্কিত হয়ে পড়লেও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎরতায় বিষ্ণপুর, মোন্নাপাড়া, দপ্তরিপাড়া ও মিস্ত্রিপাড়ায় এখন মানুষের মধ্যে আতঙ্ক অনেকটা কমে গেছে। ছেলে-মেয়েদের পড়াশুনা ও মানুষের স্বাভাভিক জীবন যাত্রার জন্য সেখানকার মানুষকে সাহস যোগাচ্ছেন পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, এই বিষয়টি হালকাভাবে দেখার কোন সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করছি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply