মির্জা সাইদুল ইসলাম সাঈদ
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বাণী:-
একাত্তরের রণাঙ্গনের অন্যতম মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, টাঙ্গাইল ৮ বাসাইল সখিপুরের সাবেক সাংসদ, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি “বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম” অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ এম এস আরাফাতের তত্ত্বাবধানে একটি মেডিকেল টিম গঠন করা হয় এবং আল্ট্রাসনোগ্রামের পর তার পিত্তথলিতে পাথরের অস্তিত্ব রয়েছে বলে নিশ্চিত হন ওই চিকিৎসক দল। শনিবার (১৮সেপ্টেম্বর) সকাল ৮ টায় তার পিত্তথলিতে অস্ত্রোপাচারের কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
উল্লেখ্য, সোমবার (১৩সেপ্টেম্বর) বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম আকস্মিক পেটে ব্যাথা অনুভব করলে তাকে টাঙ্গাইল থেকে ঢাকার মোহাম্মদপুরের বাসভবনে নিয়ে যাওয়া হয়। রাতে ব্যথার তীব্রতা বেড়ে অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তির পর মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ এম এস আরাফাত বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এর পিত্তপাথর নিষ্কাশনের জন্য তাকে সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করেন। শনিবার (১৮ জুলাই) সকাল ৮ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের অপারেশন থিয়েটার (ও,টি)তে তার পিত্তথলির অপারেশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের জানন দলটির একাধিক ব্যক্তি মাধ্যম।
দলীয় সূত্রে জানা যায়, কৃষক শ্রমিক জনতা লীগ সখিপুর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য “বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম” এর একনিষ্ঠ ভক্ত আজাদী রহমান আলীম
প্রিয় নেতার রোগমুক্তি কামনায় শুক্রবার নফল রোজা পালন করেন এবং আলীম সহ দলটির একাধিক নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে বঙ্গবীরের জন্য দোয়া প্রার্থনা করেন।
শুক্রবার (১৭সেপ্টেম্বর)টাঙ্গাইল সহ সখীপুরের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ শেষে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম এর রোগমুক্তি কামনায় দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগ সখিপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ শুক্রবার বাদ জুম্মা দলীয় কার্যালয়ে বঙ্গবীরের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ মিয়াঁ।
Leave a Reply