মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার তালতলীতে প্রায় ১০ মণ ওজনের একটি বিশালাকৃতির শাপলাপাতা মাছ দেখতে, এলাকার বিভিন্ন স্থান থেকে আসা শত শত উৎসুক জনতার ভিড় জমতে দেখা গেছে। আজ শনিবার বিকেলে বিশালাকৃতির ওই মাছটি তালতলীর খুচরা বাজারে বিক্রি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, আজ সকালে তালতলীর মৎস্য ব্যবসায়ী খলিলুর রহমান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার ফিস মৎস্য আড়দ থেকে ১ লক্ষ টাকায় বিশালাকৃতির এই মাছটি ক্রয় করে তালতলীতে নিয়ে আসেন।
এলাকার বিভিন্ন স্থানে ২২ মন ওজনের বিশালাকৃতির একটি শাপলাপাতা মাছ বিক্রি হবে বলে মাইকিং করেন। বিশালাকৃতির ওই মাছের প্রতি কেজির দর ধরা হয়েছে মাত্র পাঁচশত টাকা। সংবাদ পেয়ে দ্রুত গতিতে এলাকার বিভিন্ন স্থান থেকে শত শত উৎসুক জনতা তালতলী বাজারে ভিড় জমিয়ে থাকে।
খুচরা বাজারে বিক্রির পরে জানা গেছে, বিশালাকৃতির ওই শাপলাপাতা মাছের ওজন ছিল প্রায় ১০ মণ। এতে খলিলুর রহমান ৬০ থেকে ৭০ হাজার টাকা লাভবান হবেন বলে তিনি দৈনিক দিগন্তরকে জানিয়েছন।
Leave a Reply