সালমান রুবেল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাথরঘাটা পৌর ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মীরা।
আজ বুধবার (১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে নয়টার দিকে পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি পালনের আকাঙ্খা থাকলেও সকাল নয়টায় দিকে পাথরঘাটা পৌর ও কলেজ ছাত্রলীগের এক অংশ বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা চালায়। পরে পাথরঘাটা থানা পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত রাখতে বিএনপি দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নেয়।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমরা দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি শুরু করেছিলাম, এ সময় পাথরঘাটা পৌর ছাত্রলীগের উশৃংখল কিছু সন্ত্রাসী আমাদের অফিসে হামলা চালিয়ে আমাদের নেতা কর্মীদের মারধর করে। পুলিশ তাদের সরিয়ে দিলেও কয়েক দফা হামলা চালায় তারা, এতে রায়হানপুর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম, পাথরঘাটা যুবদলের জসিম উদ্দিন রানা, সোহেল পহলান, হিরো মিয়া, সালাম সহ ৬ জন আহত হয়েছে। আহতদের পাথরঘাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি শাহজাদা আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করার কারন জানতেই আমারা সেখানে অবস্থান নেই, এর চেয়ে বেশি কিছু না।
তবে বিএনপি কার্যালয়ের সামনে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের যে মারপিট করেছে ইতিমধ্যে সে ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল বাশার জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো ধরনের সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বিএনপির অফিসের সামনে হাতাহাতির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ একপক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply