মো:রিপন হাওলাদার
(স্টাফ রিপোর্টার বেতাগী-বরগুনা)
অপকর্ম যেন নিত্য দিনের সঙ্গী বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের। চাল চুরি, ব্রিজের লোহার ভিম চুরির পর আজ ৩০শে এপ্রিল সোমবার বিকেল নিহত ব্যাক্তির বাবার সাথে খারাপ আচরনের কথা জানতে চাইলে ছুরি মেরে যুবককে হত্যা করে ৪০ বছরের মুনসুর বেপারী। নিহত যুবক সালাহউদ্দিন (১৯) মোকামিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে। বেতাগী সরকারি কলেজের ছাত্র।মুনসুর বেপারী তার পেটে ও পিছনে ছুরির আঘাত করলে মারা যায় সালাহউদ্দিন।
পরিবারের একমাত্র আয়ের মেশিন ছিল তিনি। পুলিশ ও নিহত সালাহউদ্দিনের স্বজনদের কাছ থেকে জানা যায় , সন্ধ্যার পর দিকে মোকামিয়া লঞ্চঘাট এলাকায় জাহাঙ্গীরের চায়ের দোকানের পাশের রাস্তায় দাড়িয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণ জানা নিয়ে তর্কে জরিয়ে পড়ে সালাহউদ্দিন ও মুনসুর বেপারী। আসেপাশে লোকজনের উপস্থিতি বাড়লে হঠাৎ একটি ছুরি বের করে সালাহউদ্দিনের পেটে ও পিছনের দিকে সজোরে আঘাত করে পালিয়ে যান তিনি। পরে মুমূর্ষু অবস্থায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এহেন হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তার সহপাঠী ও ইউনিয়ন চেয়ারম্যান গাজী জালাল আহমেদ। তিনি বলেন “দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছে। ওর পরিবারের খরচ ওকেই জোগাড় করতে হত। ওর মৃত্যুতে পুরো পরিবার আজ অসহায় । বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘ হত্যার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো:রিপন হাওলাদার
(স্টাফ রিপোর্টার বেতাগী-বরগুনা)
মোবা:০১৩০৫৮৭৪৬৪১
Leave a Reply