1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবন যাবন এবং পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
ad

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবন যাবন এবং পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক।

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৯০ Time View

মোঃ- আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি,,ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়া দৃষ্টিবন্ধী জিয়াউর রহমানের পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

তিনি জিয়াউর রহমানকে নগদ অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি তাকে দুর্যোগ সহনশীল ঘর করে দেওয়ার আশ্বাস দেন।

এর আগে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাওয়া দৃষ্টি প্রতিবন্ধী জিয়াউর রহমানের একটি ভিডিও বার্তা নিজের আইডি থেকে ফেইসবুকে পোস্ট করেন হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফ হাসান।

ভিডিও বার্তাটি দেখার পর গত শনিবার (৩১শে অক্টোবর) জিয়াকে ক্ষুদ্র ব্যাবসা করার জন্য বাদামসহ অন্যান্য সামগ্রী কিনে দেন চুয়াডাঙ্গা জেলার তরুণ সমাজের আইকন শামীম হোসেন মিজি। উক্ত পোস্টে কমেন্ট করে অনেকেই জিয়াকে সহায়তা করার ইচ্ছা পোষণ করেন।

জিয়াকে বাদাম বিক্রি করার জন্য ঝুড়ি তৈরি করে দেওয়ার পাশাপাশি ব্যাবসা করার জন্য তার হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন শামীম হোসেন মিজি ও সাংবাদিক আরিফ হাসান। এ ঘটনার স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা দৃষ্টিগোচর হয় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের।

তাৎক্ষণিক ডিসি নজরুল ইসলাম সরকার আরিফ হাসানের সাথে যোগাযোগ করে জিয়াকে সাথে নিয়ে রবিবার (১লা নভেম্বর) বেলা ১২টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হতে বলেন। জিয়াকে সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তিনি শামীম হোসেন মিজি ও আরিফ হাসানের এ ধরনের কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন।

এ সময় চুয়াডাঙ্গা জেলার মানবিক জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার দৃষ্টিবন্ধী জিয়াকে স্থায়ীভাবে একটি দোকান করার জন্য নগদ ১৫ হাজার টাকা দেন এবং তাকে যতদ্রুত সম্ভব একটি দুর্যোগ সহনশীল ঘর করে দেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে জানার জন্য শামীম হোসেন মিজি এবং সাংবাদিক আরিফ হাসানের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তারা উভয়ই জানান, এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। আশাকরি সমাজের বিত্তবানরা ও আমাদের মতো এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি