1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. hasan@dainikbijoyerbani.com : Hasan :
  3. zakirhosan68@gmail.com : dev : dev
ভোলার দৌলতখানে বিধবা নারী কে বসত ঘর থেকে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ  - dainikbijoyerbani.com
সোমবার, ১৭ জুন ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
ad

ভোলার দৌলতখানে বিধবা নারী কে বসত ঘর থেকে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৬ Time View

ভোলার দৌলতখানে বিধবা নারী কে বসত ঘর থেকে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ

মোহাম্মদ রিয়াজ হোসেন 

দৌলতখান প্রতিনিধি (ভোলা)

 

ভোলার দৌলতখান উপজেলায় সৈয়দপুর ইউনিয়নে বিধবা নারী কে বসত ঘর থেকে জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

সৈয়দপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আঃ হাশিম মৌলভীর ৭ মেয়ে কোন ছেলে না থাকায় তার মৃত্যুর পর ক্রয়কৃত ২০ শতাংশ জমি ৭ মেয়ের মধ্যে সমভাবে বন্টন করে দেওয়া হয়।

কবর স্থানের যায়গা ও বাড়ির সামনে একটি মাদ্রাসার জমি রেখে বাকি জমিটুকু প্রত্যেক মেয়েকে ২.২৫ শতাংশ করে দেয়া হয়।

আঃহাশিম মৌলভী জমি ক্রয়ের সময় ছোট মেয়ে হালিমা বেগম(৪০)ও একই সাথে বাড়ির কিছু জমি ক্রয় করে। পরবর্তীতে বাবার মৃত্যুর পর হালিমা একাই সমস্ত জমি দখল করার পাঁয়তারায় ভুটু চেয়ারম্যানের ও তাসলিম তালুকদারের সহযোগিতায় আপন বোনদেরকে নিপীড়ন চালাতে থাকে । বহুবার সালিশি বৈঠক হয়। কিন্তু অসৎ উদ্দেশ্যে কারণে সুষ্ঠু কোন মীমাংসা তে আসতে পারিনি আজও। বিচারে সুষ্ঠু সমাধানে একটি সিদ্ধান্ত নেয়া হলেও দুষ্কৃতিকারীদের নিরব সমর্থনে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অটল থাকে। এক পর্যায়ে হালিমা বেগম ছোট বোন বিলকিসকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেন ঘরে।

হাশিম মৌলভীর ছোট মেয়ে বিলকিস(৩৭)কে নোয়াখালিতে বিয়ে দেয়া হলে সেখানে ৩ টি সন্তান জন্ম নেয়ার পর তার স্বামী মৃত্যুবরণ করে।

 

অসহায় বিলকিস তিনটি সন্তান নিয়ে বড়ই মানবতার জীবনযাপন করছেন, এরমধ্যে মাথাগোঁজার ছায়া টুকু কেড়ে নেয়া হলো। ঘর থেকে বের করে দিয়ে তালা মেরে দেয়া হলো ঘরে। বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে অসহায় বিলকিস। ছেলে সন্তানদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন বিলকিস টানাপোড়েন অভাব-অনটন ও দুর্দশার মধ্যে থেকেও মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন তার সন্তানদের।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি