মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।
টাঙ্গাইল সখীপুরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাধারণ মানুষের পক্ষে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে আগামী প্রজন্মের জন্য অবিচ্ছিন্ন রাখতে, সেবামূলক কাজ করার প্রত্যয় নিয়ে সখীপুরের সকল মুক্তিযোদ্ধাদের সন্তান এক ও অভিন্ন উল্লেখ করে উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করছেন মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড সখীপুর উপজেলা কমিটি।
জানা যায়, মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড সখীপুর উপজেলা শাখার সভাপতি হারুন আজাদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ এর যৌথ স্বাক্ষরে বিগত ২৯ জুলাই উপজেলার বহুরিয়া ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড’র কমিটি গঠন করা হয় এবং আজ (১৩ আগস্ট) শুক্রবার ওই কমিটি প্রকাশ করা হয়।
বহুরিয়া ইউনিয়নের ওই কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান সখীপুর উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ হায়দার আলীকে সভাপতি, আসাদুজ্জামান লিটন সহ-সভাপতি, মোঃ রাজু আহমেদ সাধারণ সম্পাদক ও মোহাম্মদ এনামুল হককে সাংগঠনিক সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
বহুরিয়া ইউনিয়ন শাখার মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ হায়দার আলী বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধাদের সন্তান সকলে একটি পরিবারের মতো মিলেমিশে মুক্তিযোদ্ধাদের পক্ষের সকল কাজে ইতিপূর্বেও অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করেছি, ইনশাল্লাহ কমিটির মাধ্যমে আমরা সখীপুর এবং বহুরিয়া ইউনিয়নে সকল মুক্তিযোদ্ধা সহ মাতৃভূমির মান অক্ষুণ্ণ রাখতে এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে পারবো। আর তাই সকলের কাছে আন্তরিক সহযোগিত কামনা করছি।
মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ, বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা এক ও অভিন্ন। তাই আমরা সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযুদ্ধ, দেশ, স্বাধীনতার পক্ষের , সরকার ঘোষিত সকল জাতীয় কার্যক্রমে,সব সময় সামনে থেকে কাজ করে যাওয়ার উদ্দেশ্যে এবং অধিকার বঞ্চিত সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করছি। আমরা আশা করি মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড সখীপুর উপজেলা শাখার মাধ্যমে সকলের সহযোগিতায় সখীপুরকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো ইনশাল্লাহ।
Leave a Reply