মোংলা প্রতিনিধি
মেট্রোরেলের ১৩তম চালানে ৪টি ইন্জিন ও ৮টি কোচসহ আনুষাঙ্গিক ৪০৬ প্যাকেজ মেশিনারী এবং ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ এসপিএম ব্যাংকক। রবিবার বিকেল ৩টা ৫ মিনিটের সময় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। এসপিএম ব্যাংকক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শীপ কোম্পানীর ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, জাপানের কোবে বন্দর থেকে গত ৫ নভেম্বর মেট্রোরেলের এ মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশী জাহাজ এসপিএম ব্যাংকক। জাহাজটি রবিবার বিকেল ৩টা ৫মিনিটের সময় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। এ জাহাজটিতে ৪টি ইন্জিন ও ৮টি রেলওয়ে কোচসহ আনুষাঙ্গিক ৪০৬ প্যাকেজের মেশিনারী এবং ইলেকট্রিক্যাল পণ্য রয়েছে। তিনি বলেন, বিকেল ৪টা থেকেই জাহাজ হতে মেট্রোরেলের এ সকল মালামাল খালাসের কাজ শুরু হয়েছে। খালাসের সাথে সাথেই নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেয়া হচ্ছে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে। তিনি আরো বলেন, রবিবার পর্যন্ত আসা ১৩তম চালানে মেট্রোরেলের ১৫২টি কোচ ও ১২০টি ইন্জিন এ বন্দর দিয়ে আমাদানী, খালাস ও পরিবহন হয়েছে। এরই ধারাবাহিকতায় বাকী কোচ ও ইন্জিন এ বন্দর দিয়েই আমদানী, খালাস ও পরিবহণ করা হবে বলেও জানান ওয়াহিদুজ্জামান।
Leave a Reply