বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক মহিলা সম্পাদিকা, মহিলা লীগের সাবেক সভাপতি আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ মহিলা আ’লীগ ও যুব মহিলালীগ মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বুধবার (২৫ আগস্ট) বিকালে মোংলা আ’লীগের দলীয় কার্যালয়ে
এ সভা অনুষ্টিত হয়। মোংলা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস কাবেরী বেগম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী ইজারাদার, মংলা পৌর যুব মহিলালীগের সভানেত্রী সুমি লীলা, মংলা পৌর আওয়ামীলীগের সাবেক সিঃ সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সংগঠনিক সম্পাদক এবং বেসরকারি ভাবে নির্বাচিত মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ ইকবাল হোসেন, বেসরকারি ভাবে নির্বাচিত বুড়িডাঙ্গ ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, মোংলা পৌর যুবলীগ নেতা মোঃ জলিল শিকদার জাতীয় শ্রমিকলীগ মংলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক, এ এইচ মিলন শিকারী, যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসাইন প্রমূখ। এ সময় উপজেলা ও পৌর আওয়ামীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় আইভি রহমানের জীবনী সম্পর্কে তুলে ধরে বলেন, তিনি জয়বাংলা রেডিওতে নিয়মিত কথিকা পাঠ করতেন। ১৯৬৯ সালে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৮০ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২০০২ সাল পর্যন্ত তিনি এ পদে আসীন ছিলেন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব নেন। বাংলাদেশ মহিলা সমিতি পুণঃগঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। মৃত্যু-পূর্ব পর্যন্ত তিনি এ সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি একাধারে মহিলা সংস্থা ও জাতীয় মহিলা সমিতির সভানেত্রী ছিলেন। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় এক ভয়াবহ গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। অতঃপর ২৪ আগস্ট রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নেতৃবৃন্দ বলেন ২১ শে আগস্টে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবি জানাই। আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এর আগে একটি শোক র্যালী মোংলা আ’লীগের দলীয় কার্য্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply