মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুসহ আলাদা বাসভবনে খুন হন তার ভগ্নিপতি আঃ রব সেরনিয়াবাতও। সে সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে যান আঃ রব সেরনিয়াবাতের মেজো ছেলে ও বঙ্গবন্ধুর ভাগিনা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সেই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের উদ্যোগে মোংলার বহুমুখী মাদ্রাসায় বঙ্গবন্ধুসহ তার পরিবার ও সকল আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত কামনায় মোংলায় কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের পরিচালনায় ও বঙ্গবন্ধুর ভাগিনা মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত সহযোগিতায় এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশন সদস্য ও সাংবাদিক এইচ এম দুলাল, বন্দর ব্যবহারকারী মশউর রহমান এবং মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টুসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন। দোয়া অনুষ্ঠান শেষে মাদ্রাসার এতিমসহ সকল শিক্ষার্থী এবং উপস্থিত লোকজনের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
Leave a Reply