মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
রবিবার (৩০ শে এপ্রিল ২৩ইং) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের শহিদ হাফিজুর রহমান অডিটোরিয়াম হল রুমে শিবগঞ্জ উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের টেন্ডার তহবিলের আওতায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর- যুকদের মাঝে খেলাধুলার সামগ্রী ও অসহায় দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন ও সেলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
জানা যায়, অসহায় অস্বচ্ছল নারীদের কথা ভেবে ৩৬জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। যাতে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে তারা এগিয়ে যেতে পারে। এছাড়াও অস্বচ্ছল পরিবারের মাঝে ১০০টি সিলিং ফ্যান প্রদান ও কিশোর ও যুকদের মাঝে ১০০ টি ফুটবল, ১২সেট জার্সি, ৮ সেট ক্রিকেট সামগ্রী বিতরণ করেন, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকতা উম্মে কুলসুম শম্পার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, ভাইস চেয়ারম্যান মোঃরিজ্জাকুল রহমান রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা জাহান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম, উপজেলা ও প্রকৌশলী ইসলাম সিহাদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ।
Leave a Reply