মির্জা সায়েদ
টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানের জননী আনোয়ারা বেগম (২৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১মে) সকাল বেলা উপজেলার বাশারচালা গ্রামে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটনা ঘটে। আনোয়ারা ওই এলাকার মুদি দোকানদার আরিফুল ইসলামের স্ত্রী।
ভৌগলিক ভাবে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বেশিরভাগ এলাকা লাল মাটিরষ। অন্যান্য এলাকার চেয়ে একটু উঁচ, অনেকটা পাহাড়ী এই অঞ্চল। বৃষ্টির মৌসুমে বাড়ির আঙিনায় নানা প্রজাতির বনজ গাছ-গাছরা ও বিভিন্ন রকম ঘাস গজিয়ে উঠে। যার ফলে মশা, পোকা-মাকড় ও বিষধর শাপের উপদ্রব বেড়ে যায়। এসময় বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে।
এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী,আনোয়ারা বুধবার সকালে বাড়ির পেছনের অংশে গজিয়ে ওঠা ঝোপঝাড় পরিষ্কার করতে যায়। এসময় অসাবধানতা বশত বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গত কয়েক দিনের বৃষ্টির কারণে মাটি ভেজা থাকায় সে খুব দ্রুত জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তাকে উদ্ধার করে আহত অবস্থায় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এপ্রসঙ্গে সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন, যেহেতু ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা, তাছাড়া কোনো বাদীও নেই। সেহেতু আইন অনুযায়ী থানায় একটি অপমৃত্যুর মামলা নিয়ে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply