মির্জা সাইদুল ইসলাম সাঈদ
স্টাফ রিপোর্টার দৈনিক বিজয়ের বাণী:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক তৃণমূল উন্নয়নের সিংহভাগ কার্যক্রম বাস্তবায়িত হয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে। আর এই উন্নয়নকে আরো গতিশীল করতেই চলতি বছরের সেপ্টেম্বরে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বৃহত্তর ৫নং হাতীবান্ধা ইউনিয়নকে বিভক্ত করণ পূর্বক দুটি ইউনিয়ন গঠন করা হয়। নতুন ইউনিয়নের নামকরণ করা হয় ৯নং হতেয়া-রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ।
নবগঠিত ইউনিয়নের সর্বসাধারণ এতে অত্যন্ত আনন্দিত এবং এমপি মহোদয় প্রতি চির কৃতজ্ঞ।
তারই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর মঙ্গলবার বিকালে নবগঠিত হতেয়া-রাজাবাড়ী ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাজাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর গণসংবর্ধনা অনুষ্ঠান। হাজারো মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ফুল ও ক্রেস্ট সহ নানাভাবে সম্মান জানিয়ে অতিথিদের বরণ করে নেয় নবগঠিত ইউনিয়নবাসী। অতিথিদের সংবর্ধনা ও আলোচনার পর দেশখ্যাত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ লালন সংগীত।
সখিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ আয়োজনে সংবর্ধেয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর) এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত ৫নং হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ, ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, অবিভক্ত হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নরেশ চন্দ্র সরকার,সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আম্মেদ প্রমুখ।
অবিভক্ত হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন খান ও যুগ্ম সম্পাদক আতিকুর রহমান জুয়েল এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এসময় উপজেলা আওয়ামী লীগ সদস্য শিপলু সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এমএ সবুর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিয়ামুল হক, অবিভক্ত হাতীবান্ধা ইউনিয়ন শাখার আহ্বায়ক গৌতম চন্দ্র সরকার, সদস্য সচিব সাংবাদিক আমিনুল ইসলাম হাবিব, উপজেলা যুবলীগ সদস্য পরিমল চন্দ্র সরকার,ইউনিয়ন যুবলীগ যুগ্ম সম্পাদক লিয়াকত শিকদারসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এছাড়া উপস্থিত ছিলেন সখিপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক ও সখিপুর উপজেলা যুবলীগ নেতা শরিফুল ইসলাম বাবুল ও সাংঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সহ স্থানীয় বহুলকাঙ্খিত হাজারো জনতা।
এসময় অ্যাড.জোয়াহেরুল ইসলাম এমপি বলেন, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন করার জন্য অনেক চেষ্টার পর নতুন ইউনিয়ন গঠনে সফল হয়েছি। নবগঠিত ৯নং হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন বাসীর মতের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও নির্বাচন সহ নতুন ইউনিয়নের উন্নয়ন সংশ্লিষ্ট সকল কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যেই দীর্ঘদিনের অবহেলিত এই অঞ্চলের মানুষের দুয়ারে পৌঁছে দিতে পারবো বলে আশা করছি।
Leave a Reply