1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ'র নতুন আহ্বায়ক কমিটি গঠন - dainikbijoyerbani.com
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
ad

সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র নতুন আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৫৫০ Time View

মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)

স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীরা অনেকেই এখন আর ইহলোকে নেই, আর যারা বেঁচে আছেন তাদেরও অনেকেই এখন বয়সের ভারে ন্যুব্জ। ৭১এর বীর মুক্তিযোদ্ধারা চিরকাল অমর হয়ে স্মৃতির আদলে কিংবা ইতিহাসের পাতায় চির উজ্জ্বল, অ-বিলুপ স্বর্ণাক্ষরিক হয়ে বেঁচে থাকবেন এটাই স্বাভাবিক। আর তারই ধারাবাহিকতায় তাদের সন্তানদের নিয়ে গড়ে উঠা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের এই সংগঠন।

টাঙ্গাইলের সখিপুরে “বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ” হাতীবান্ধা ইউনিয়নের নব গঠিত কমিটিতে গৌতম সরকারকে আহ্বায়ক এবং আমিনুল ইসলাম হাবিবকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করেছেন সংগঠনের উর্ধতন নেতৃবৃন্দ।

আজ বুধবার (১৮আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সখিপুর উপজেলা শাখার আহবায়ক জাহিদ ইকবাল জাহাঙ্গীর এবং সদস্য সচিব শরীফুল ইসলাম মোজাম্মেল কর্তৃক ১২ আগস্ট স্বাক্ষরিত প্যাডে
এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন আঁখি আতাউর, মাসুদ রানা, নজরুল ইসলাম, শরীফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম।

সদস্য হিসেবে রয়েছেন, জাকিয়া সুলতানা, টিটু (লিটন), মো. সজীব রাব্বানী, মো. সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, সানোয়ার হোসেন, ইস্কান্দার, উত্তম সরকার, শিবানী, চিত্তরঞ্জন সরকার , মামুন মিয়া, বিজয় সরকার, ইউনুছ আলী, ফারুক হোসেন, মোস্তফা, জাকিয়ার, বিউটি আক্তার, নাছির, রাজীব হোসেন, ইমরুল মিয়া, মিজানুর, আমিনুর, ফরহাদ মিয়া, হারুন মিয়া, দুলাল, লুৎফর, মোমেনা আক্তার,
আমেনা আক্তার, অনামিকা সরকার লোপা,জাকিয়া সুলতানা কোহেলিকা সরকার টুম্পা, শিউলি আক্তার, শিরিন আক্তার, ও লুৎফর রহমান।

হাতীবান্ধা ইউনিয়ন মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম হাবিব বলেন, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের রক্তের প্রতিটি কণায় মিশে আছে। আগস্টের এই শোকের মাসে
ইউনিয়ন শাখার ৪১ সদস্যবিশিষ্ট যে কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আশাকরি নতুন এই কমিটির সবাই মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্ন, মুক্তিযোদ্ধাদের সম্মান, তথা সোনার বাংলা গঠনে সর্বাত্মক ভূমিকা রাখতে সক্ষম হবো।

আমরা আশা করি মুক্তিযুদ্ধা সংসদ সন্তান সখিপুর উপজেলা শাখার মাধ্যমে সকলের সহযোগিতায় মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের কল্যাণে কাজ করাসহ হাতীবান্ধা ইউনিয়ন তথা সখিপুরকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির সদস্য সচিব হিসেবে দেশ ও মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়ায় আমি আনন্দিত। দেশ ও জনকল্যাণকর সকল কাজে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি