মির্জা সাইদুল ইসলাম সাঈদ
স্টাফ রিপোর্টার দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুরের ঐতিহ্যবাহী মুক্তার ফোয়ারা চত্বর থেকে সখিপুর-বাটাজোড় সড়কটি সখিপুর হইতে সিডস্টোর-ভালুকা উপজেলা সহ বৃহত্তর ময়মনসিংহ যাতায়াতের অন্যতম সড়ক পথ। উপজেলা শহরের প্রাণকেন্দ্র থেকে জেলখানা মোড় পর্যন্ত জনব্যস্ত ও অতি গুরুত্বপূর্ণ প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন এইচবিবি সলিং এবং বাটাজোর পর্যন্ত সড়কে অসংখ্য খানাখন্দের কারণে জনসাধারণকে প্রতিনিয়ত যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। শনিবার ১৩ নভেম্বর এই গুরুত্বপূর্ণ সড়কটির পূনর্নির্মাণ কাজ উদ্বোধন করায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
ফলক উন্মোচনের মাধ্যমে সখিপুর-বাটাজোড় সড়ক পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (টাঙ্গাইল-৮) বাসাইল-সখিপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। সড়কটির দৈর্ঘ্য ৯২২০ মিটার ও প্রস্থ ১৮ ফুট।
সখিপুর-বাটাজোড় সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কমাল লেবু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা আবু হানিফ আজাদ, ৪নং যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রফিক-ই রাসেল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার মহিউদ্দিন আজাদ,কে বি এম রুহুল আমিন চেয়ারম্যান ইউসিসিএ লিঃ, উপজেলা যুবলীগ আহবায়ক এম এ সবুর ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রনি আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাঁন রফিক সহ আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ওই রাস্তা পূণর্নির্মান প্রত্যাশী স্থানীয় অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান জানান,সখিপুর-
বাটাজোড় সড়ক পুনর্নির্মাণ কাজের আওতায় ১০৫২ মিটার আরসিসি (ঢালাই) এবং বাটাজোর পর্যন্ত সখিপুর সীমানায় কার্পেটিংসহ মোট ৯২২০ মিটার রাস্তার উন্নয়ন কাজ দু-একদিনের মধ্যেই শুরু করা হবে বলে আশা করছি।
উদ্বোধনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি বলেন, সখিপুরে অনেক রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, অন্যান্য উন্নয়নমূলক কাজও হচ্ছে। করোনাকালীন সময়ে কাজের একটু ধীর গতি থাকলেও একাধিক উন্নয়ন কাজের উল্লেখ করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে সখিপুর বাসাইলের সার্বিক উন্নয়নে তিনি অতীতের চেয়ে আরো দ্রুত জনকল্যাণ মূলক সকল কাজের বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আশা প্রকাশ করেন।
Leave a Reply