স্বরূপকাঠিতে প্রথম দিনে করোনা ভ্যাকসিন নিয়েছে ৩৪ জন
বরিশাল প্রধান
শেখর মজুমদার
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, আইন শৃংখলা বাহিনীকে টিকা দানের মাধ্যমে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু হলো।
প্রথম দিনে করোনা ভ্যাকসিন নিয়েছে ৩৪ জন। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত ভ্যাকসিন কার্যক্রমে ডা. চিন্ময় মিস্ত্রী সর্ব প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন। পরে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা সুপ্রিয় বাবুল ও মজিবুর রহমান, কনেষ্টবল শহিদুল ইসলাম সহ ৩৪ জন ব্যাক্তি ভ্যাকসিন গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. আসাদুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ভ্যাকসিন কার্যক্রমকে দেখতে আসা লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, এ উপজেলায় মোট ৬ হাজার ৮ শত ৩০ টি ভ্যাকসিন পেয়েছি। ২৬ জন ভ্যাকসিন প্রয়োগকারী ও ৫২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার রাত পর্যন্ত ১৪০ জন ব্যাক্তি নিবন্ধন করেছেন।
Leave a Reply