মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।
টাংগালের সখিপুরে আজ ১০ (জুলাই) শনিবার, করোনা সংক্রমণ রোগী দ্বিতীয় ধাপে ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের বিরামহীন অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত আজও পরিচালিত হয়েছে।
সখিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী জানান আজ স্বাস্থ্যবিধি অমান্য করায় মোট ১৭ মামলায় ৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এর যথাযথ কারণ হিসেবে তিনি বলেন আমাদের উপজেলায় করোনা সংক্রমণের হার যাথেষ্ট উদ্বেগ জনক হারে বেড়েছে যা নিয়ন্ত্রণ করতে না পারলে সখিপুরের পরিস্থিতি ভয়াবহ হতে খুব বেশি সময় লাগবে না। যে কারণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কোন রকম ছাড় দেয়া হবে মারাত্মক বোকামি।
Leave a Reply