সড়ক পথে নাবিশা ক্লাসিক বিমানের ছোঁয়া।
মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি।
উত্তর বঙ্গে যাত্রীদের জন্য নিয়ে এলো বিমানের ছোঁয়া নাবিশা ক্লাসিক হিবোবাস, ০৫ মে শুক্রবার সন্ধ্যা ৬,দিকে নাবিশা ক্লাসিক গাড়িটি নব যাত্রার শুভ সুচনা উদ্বোধন করা হয়েছে, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের জননেতা সংগ্রামী সাধারণ সম্পাদক লায়ন শেখ, আজগর লস্কর , উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ, আরো উপস্থিত ছিলেন নাবিশা গ্রপ্ফ অব কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মঞ্জুর আলম( নাহিদ) প্রধান অতিথিরা ফিতা কেটে নাবিশা ক্লাসিক পরিবহন গাড়িটি ও কাযালয়টি উদ্বোধন করেন, উদ্বোধন শেষে প্রধান অতিথিরা বলেন যাত্রীদের সেবাই আমাদের মূল উদ্দেশ্য যাত্রীরা কোন প্রকার যেন হয়রানি শিকার না হয়, এবং ড্রাইভার দাঁড়া গাড়িগুলো পরিচালনা করা হবে, সড়ক পথে বিমানের ছোঁয়া গাড়িটি ঢাকা গাবতলি হতে রংপুর, নীলফামারী, ডোমার, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারী ও উত্তর বঙ্গের বিভিন্ন স্থানে যাত্রীদের সেবাই নিয়োজিত থাকবে,।
মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি। ০৭/০৫/২০২১ ইং মোবাইল নম্বর ০১৭৮০৫৫১৬১৭
Leave a Reply