দৌলতখান-বোরহানউদ্দিন’র ২০ হাজার পরিবারকে এমপি মুুকুল’র ঈদ উপহার
মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধি
দৌলতখান-বোরহানউদ্দিনে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল । স্বাস্থ্যবিধি মেনে তিনি দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মুুকুলের নিজস্ব তহবিল থেকে প্রায় ২০ হাজার কর্মহীন খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে এসব নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রী মধ্যে ছিলো, নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী। এর অংশ হিসেবে আজ বুধবার (১২মে) দুপুরে দৌলতখান উপজেলা পরিষদ কার্যলয়ে ২ হাজার অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এমপি মুকুল । বিতরণী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, ‘করোনায় আজ পৃথিবীর বড় বড় দেশ আক্রান্ত হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সে তুলনায় আমাদের দেশ ভালো আছে। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপ ছিল বাস্তবসম্মত যা দেশের মানুষ গ্রহণ করেছেন।
এতে আমাদের দেশে করোনা সংক্রণ অনেকটা কমে আসছে। তিনি জানান করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগিতা থেকে কেউ বঞ্চিত হননি। এমন কোন গরীব অসহায় মানুষ নেই যাদের ঘরে খাদ্য সহায়তা পৌঁছায়নি। করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জেলার জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সর্বস্থরের জনগনের খোঁজখবর রেখেছেন। যা ছিল নজিরবিহীন। বিতরণী বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,যুগ্ম সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন লিটন, চরপাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন, মেদুয়া ইউনিয়ন চেয়ারম্যান মনজুর আলম, ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএস ভুট্টো তালুকদারসহ প্রমুখ।
Leave a Reply