ভান্ডারিয়ায় সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে মানববন্ধন
মোঃ ফেরদৌস মোল্লা
পিরোজপুর প্রতিনিধিঃ
পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় ওভারব্রীজ সংলগ্ন সড়কে ভাণ্ডারিয়া প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এ মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, সমকাল প্রতিনিধি ছগির হোসেন, সাংবাদিক মোঃশাহজাহান হোসেন, মো. শহিদুল ইসলাম, শামসুল ইসলাম আমিরুল, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল কবির সোহেল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে নির্যাতন ও হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুমকি দেন তারা।
Leave a Reply