কোম্পানীগঞ্জ উপজেলা সিসি ক্যামেরার আওতায়
প্রশংসায় ভাসছেন এসপি ফরিদ উদ্দিন।
সিলেট ব্যুরোঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর,বর্ডারহাট,সাদা পাথর পর্যটন স্পষ্ট,হাইটেক পার্কসহ বিভিন্ন কারনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উত্তর সিলেটের এই উপজেলা কোম্পানীগঞ্জ। ভোলাগন্জ সাদা পাথর এলাকায় প্রতিনিয়ত হাজারও পর্যটকসহ ভিআইপি অতিথিরা বেড়াতে আসেন।
তাইতো শতভাগ নিরাপত্তা প্রদান, বাজার এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও শান্তিপ্রিয় জনগনের নিরাপত্তা ব্যবস্থা আরোও উন্নত এবং জোরদার করণে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশ ক্রমে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ‘সিসি ক্যামেরা’র আওতায় আসছে উপজেলা পরিষদ সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো।
উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো সার্বক্ষণিক মনিটর করা হবে ২৪ ঘন্টা ।আপাতত উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ২০টি সিসি ক্যামেরা লাগানো হবে। পর্যায় ক্রমে আরো বাড়ানো হবে।
আজ বৃহস্পতিবার উপজেলার গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র টুকের বাজার পয়েন্টসহ এর আশ পাশে ৩ টি নাইট ভিশন সিসি ক্যামেরা বসানো হয়েছে।৩ টি নাইট ভিশন ক্যামেরার দাতা টুকেরবাজারের ব্যবসায়ী হাজী আনোয়ার হোসেন রবি।
আগামীকাল থেকে ব্যবসায়ীদের উদ্যোগে আরও সিসি ক্যামেরা লাগানো হবে, থানা বাজার, ভোলাগন্জ বাজার, দয়ারবাজার সহ হাইটেক পার্ক এর সামনের রাস্তা। শহরের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন পয়েন্টে পর্যায়ক্রমে আরোও সিসি ক্যামেরা অতিসত্বর সংযোজন করা হবে বলে জানান কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল।
টুকের বাজার পরিচালনা কমিটির সভাপতি সফর মিয়া বলেন, সিলেটের সুযোগ্য পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম)সাহেবের সুচিন্তিনীয় সুফল ভোগ করবে কোম্পানীগঞ্জ।এই সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজের মাধ্যমে টুকের বাজারসহ এর আশ পাশের আইনশৃঙ্খলা সব সময় শিথিল থাকবে।
কোম্পানীগঞ্জে থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, সিলেটের সুযোগ্য পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দিন স্যারের নির্দেশে উপজেলার মূল পয়েন্টগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply