প্রাকৃতিক ঢাল সুন্দরবনেরই ক্ষতি করলো ‘ইয়াস’
বাগেরহাট প্রতিনিধিঃ
যে সুন্দরবন বুক পেতে ঝড় মোকাবেলা করে মানুষের জীবন বাঁচিয়েছে, সেই সুন্দরবনেরই ক্ষতি করে গেলে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। বনের অনেক গাছপালা ভেঙেচুরে প্রতিশোধ নিল কিনা সেটিই বা কে জানে। হয়তো তাই। এমন প্রতিশোধ বহুবার নিলেও প্রকৃতির এই সৌন্দর্যের লীলাভূমির কিছু যায় আসে না, বন তো বনই, তাইতো প্রতিবারই বুক দিয়ে আগলে রাখে মহা বিপদ।
সিডর, আইলা বা আম্ফানের চোখ রাঙ্গানির পর ইয়াস! কিছুই দমিয়ে রাখা যায়নি সুন্দরবনকে। তাই এবারও ক্ষতি হয়েছে ব্যপক। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বনকর্মকর্তা ( ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বুধবারের (২৬ মে) ঝড়ে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। চাঁদপাই ও শরনখোলার এ দুটি রেঞ্জের ২০ টি জেটি, ১০ টি টহল ফাঁড়ি, সাতটি ব্যারাক অফিস, ২৪ টি কাঁচা রাস্তা সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। এছাড়া বনবিভাগের আভ্যন্তরের ১১ টি মিষ্টি পানির পুকুরে লবন পানি ঢুকে একাকার হয়ে নষ্টসহ দুটি দর্শনার্থীদের জন্য দুটি ফুট ট্রেইলার ভেঙ্গে গেছে। এসব দূর্ঘটনায় এসিএফ এনামুল হক ও জয়নাল আবেদীনের সমন্বয়ে দুটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান তিনি।
এই কমিটির প্রাথমিক তদন্তে এসব তথ্য হাতে পেয়েছেন ডিএফও বেলায়েত। প্রাথমিক এই ক্ষয়ক্ষতির অংকের হিসাব ৬২ লাখ ৪৫ হাজার টাকা বলে জানা গেছে। এর আগে ঘূর্ণিঝড় সিডর থেকে শুরু করে সব দূযোগেই সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply