দু’টি ঝুঁকিপূর্ণ মার্কেট ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক।
সিলেট ব্যুরোঃ
সিলেট নগরীর আরও দু’টি ঝুঁকিপূর্ণ মার্কেট ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
আজ রোববার (৩০ মে) সন্ধ্যায় পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত জানায় সিসিক কর্তৃপক্ষ। মার্কেট দু’টি হলো বন্দরবাজারস্থ সমবায় ভবন ও সুরমা মার্কেট।
এর আগে রোববার দুপুরে নগরীর মিতালি ম্যানশন, সিটি মার্কেট, মধুবন সুপার মার্কেট ও রাজা ম্যানশন ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করে সিলেট সিটি কর্পোরেশন।
এছাড়া জিন্দাবাজার মোড়ের একটি দোকানকে ঝুঁকিপূর্ণ হিসেবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
ঘন ঘন ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য দুর্যোগ মোকাবেলা এবং মানুষের জান-মাল রক্ষার স্বার্থে নগর কর্তৃপক্ষ রোববার জরুরি এসব সিদ্ধান্ত গ্রহণ করে সিসিক।
এই ভবনগুলো আগে থেকেই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ছিল বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।
ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো পরিদর্শন করে ব্যবসায়ীদের আগামী ১০ দিন মার্কেট বন্ধ রাখার অনুরোধ জানান মেয়র আরিফ।
তিনি জানান, সিলেট নগরীতে দফায় দফায় ভূমিকম্পের কারণে সিলেটে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিনের মধ্যে এসব ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে ঝুঁকিপূর্ণ সকল মার্কেট অন্তত ১০ দিন বন্ধ রাখতে হবে।
তিনি সাংবাদিকদের জানান, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশন, রাজা ম্যানশন ও বন্দরবাজারের সিটি সুপার এবং মধুবন সুপার মার্কেট আগে থেকেই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত।
এভাবে সিলেট নগরীর সকল ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের কর্তৃপক্ষ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের আগামী ১০ দিন বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ বাসাবাড়ির বাসিন্দাদেরও আগামী ১০ দিন অন্যত্র থাকতে হবে।
প্রসঙ্গত, সিলেটে গতকাল শনিবার ও আজ রোববার ভোররাতে কয়েকদফা ভূমিকম্পের পর পরই নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। ইতোমধ্যে নগরীতে এরকম ২৫টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে।
এর আগে ২০১৯ সালে সার্ভে করে নগরীর ২৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এর বাইরে গতকাল শনিবার ভূমিকম্পে হেলে পড়া আরও দু’টি ভবনকে নতুন করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে (সিসিক)।
Leave a Reply