ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে নরসিংদী জেলা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ঃ
আশরাফুল ইসলাম সবুজ ঃ
শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও নেতাকর্মীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে নরসিংদী জেলা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩ জুন) নরসিংদী জেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম অপু এবং সদস্য সচিব মাইনুদ্দিন ভুঁইয়া এর নেতৃত্বে দুপুর ১২ টায় নরসিংদী সদর উপজেলা ব্রাক্ষদীর মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শেষ হয় নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীরা বলেন রাতের আধারে ভোট ডাক সরকার ও গন্ডার বাহিনীরা এখন দেউলিয়া হয়ে গেছে বিএনপির জনপ্রিয়া দেখে। তাই তার বিএনপির কোন কর্মসূচি বাস্তবায়ন করতে দিচ্ছে না। বীরের খেতাব সেই এরশাদ এতোটা বর্বর ছিল না। যা আজ আমরা দেখছি, আমরা কোথাও মিটিং মিছিল করতে পারি না মামলা হামলা গুম,খুন নিত্য দিনের কাজ। শহীদ জিয়ার সৈনিকরা রাস্তায় বের হলে সরকারের মাথা নষ্ট হয়ে যায়, শুরু হয় দমন নিপিড়ন আমরাও এর শেষ দেখবো। জনগনই সকল ক্ষমতার উৎস আমরা সেই জনগন কে নিয়েই সরকারের পতন ঘটাবো ইনশাল্লাহ। পৃথিবীর কোন স্বৈরাচারই ক্ষমতায় দীর্ঘ দিন থাকে নাই এই সরকার ও পারবে না।
এসময় আরো উপস্থিত যুগ্ম আহ্বায়ক শফিকুল প্রধান রুবেল, শফিউল্লাহ ভুইয়া,জাহিদ হোসেন জাপ্পি, সদস্য সোহেল রানা, হানিফ,কুদ্দুস,জামির, রুবেল,সিয়াম,শাহিন,আরিফ,
শাহ পরান সহ নরসিংদী সরকারি কলেজ, সদর থানা ও শহর ছাত্রদলের নেতাকর্মীরা।
Leave a Reply