1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
আজ পুলিশ সুপার আনোয়ারুল হকের জন্মদিন** - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
ad

আজ পুলিশ সুপার আনোয়ারুল হকের জন্মদিন**

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৮০ Time View

হাকিকুল ইসলাম খোকন

আজ ৬’ই জুলাই,২০২১। পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হকের শুভ জন্মদিন।
এই দিনে রত্নগর্ভা মায়ের কোল আলোকিত করে ধরাধামে আগমন করেন।ছোটবেলা থেকেই মানুষকে ভালবাসার শিক্ষা পেয়েছিলেন। পুলিশ ডিপার্টমেন্টে যোগদানের পর থেকেই যথাসম্ভব সাধারণ মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।সাধারণ গরীবরা যাতে আইনের কাছে সুবিচার পায়-তজ্জন্য তিনি সাধ্যমত চেষ্টার ত্রুটি রাখেননি।পুলিশদের মাধ্যমে অসহায় সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়,কেউ যাতে সহায় সম্বলহীন মানুষদের অত্যাচার অবিচারের সূযোগ না পায়-সেদিকে কড়া দৃষ্টি রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ধনী গরীব সবাইকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি মুন্সীগঞ্জের লোকজনের মূখে মূখে শুনা যায়।কোভিড-১৯’ তথা নভেল করোনা ভাইরাসের থাবা যখন দেশে শুরু হয়ে যায় তখন থেকেই পুলিশ সুপার আনোয়ারুল হক দিন রাত্রি সাধারণের সেবায় নিজেকে নিয়োজিত করেন।এখনও সমানভাবে দিবারাত্রি অহর্নিশি মানুষকে যাতে করোনা ভাইরাস থেকে দূরে রাখা যায়,সচেতন করা যায়-সে ব্যাপারে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।শুধু তাই নয়-গরীব মানুষদের সূ:খে দূ:খে দাঁড়ানোর পারিবারিক শিক্ষা থেকে তিনি বিন্দুমাত্র বিচ্যুত হননি।নভেলকরোনা ভাইরাসের ও ডেল্টা ভ্যারিয়েন্টসের থাবা আর মৃত্যুর মিছিলে পুলিশ সুপার আনোয়ারুল হকের মত মানুষের সেবায় নিয়োজিত একদল সুশিক্ষিত আদর্শ পুলিশ বাহিনী দেশের সাধারন মানুষের জীবনে শান্তি ও সৌভাগ্যের বারতা বয়ে আনবে বলে অনেকের বিশ্বাস।এমন একজনকে বন্ধু ও ভাই হিসাবে পেয়ে আমার গর্বের শেষ নেই।
বন্ধু পুলিশ সুপার আনোয়ারুল হক চাকরীর সুবাদে যেখানেই যাবেন-আশা করা যায় সেখানকার মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।
জন্মদিনে বন্ধু আনোয়ারুল হকের সর্বাঙ্গীন কল্যানকর ও মঙ্গলময় জীবন কামনা করি। সামগ্রিক শারীরিক সূস্থতা দীর্ঘজীবন কামনা করি।মানুষের জীবনে শান্তি ও সূ:খ নিশ্চিত করতে গিয়ে আপনার জীবনও যাতে নির্বিঘ্ন থাকে এবং শান্তি ও সূ:খের যেন ব্যত্যয় না ঘটে পরম করুনাময় নিকট সবিনয়ে কামনা করি।
জন্মদিনে অশেষ শুভ কামনা।শুভেচ্ছা নিরন্তর।
লেখক: যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক ও রাজনীতিক।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি