সিলেট ব্যুরোঃ
সিলেটের শাহপরান (রহ.) থানার খাদিমপাড়া এলাকা থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো.মামুন মিয়া (৩৫) তিনি কুমিল্লার দেবীদ্বার থানার সিদলাই গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে খাদিমপাড়ার বিআইডিসি এলাকায় বসবাস করে আসছিলেন।
এতে বলা হয়, রোববার রাত সাড়ে ৯টার দিকে খাদিমপাড়ার বিআইডিসি এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে তাকে আটকের পর তার বিরুদ্ধে শাহপরান (রহ.) থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আজ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply