মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।
টাংগাইলের সখীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে সখিপুর-সাগরদিঘী রোডের কচুয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে , সখীপুর থেকে আসা একটি সুজুকী জিক্সার ও অপরদিক দিক থেকে আসা মোটরসাইকেলটি হলো এপাসি।
দূরন্ত গতিতে আসা দুটি মোটরসাইলের মুখোমুখি এ সংঘর্ষে এই দূর্ঘঘটনা ঘটে। এতে দুটি মোটরসাইকেলই দুমড়ে মুচড়ে যায়।
দুটি মোটরসাইকেলে চার জন যাত্রী থাকলেও একজন কাকতালীয় ভাবে অক্ষত থেকে যায়। গুরুতর আহত তিন জনকে চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন টাংগাইলের ঘাটাইল উপজেলার সগরদিঘী এলাকার অন্তর (২৫) ও সখিপুর পৌরসভার আট নং ওয়ার্ডে ধূমখালী এলাকার মঞ্জু(১৮) এবং রাব্বি(১৬)। আহত মঞ্জুর বাবা সখিপুর সরকারি মুজিব কলেজের ৪র্থ শ্রেনীর কর্মচারী আব্দুল বাছেদ এবং রাব্বিও সম্পর্কে আব্দুল বাছেদের নাতি। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক সখিপুর হাসপাতালে পাঠায় উপস্থিত জনতা।
ঘটনার প্রত্যক্ষদর্শী হাসান সহ উপস্থিত অনেকই বলেন, দু-দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের গতিই ছিলো অস্বাভাবিক, উঠতি বয়সী এসব ছেলেদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে এমন দূর্ঘটনা প্রায়ই ঘটছে। আজকের ঘটনাও তেমনি একটা বিষয় যা স্ব-চোখ্যে না দেখলে বর্ণনা করা মুশকিল। এসব উঠতি বয়সী ছেলেপুলেদের অবিভাবকের আরও সচেতন হওয়া পাশাপাশি প্রসাশনিক নজরদারি বাড়ানো জ অন্যথায় এমন দূর্ঘটনা কমিয়ে আনা অসম্ভব।
উল্লেখ্যঃ- আহতদের দেখতে আসা উৎসুক জনতা ও বিভিন্ন চিকিৎসা নিতে আসা জনসাধারণের মুখে মুখে একই আলোচনা করতে লক্ষ করা গেছে। এদের মধ্যে অনেকেই বলেছেন এইসব উঠতি বয়সী তরুণ দের মোটরসাইকেল চালানো এতোটাই বেপরোয়া যে পথে হাঁটাচলা করতেও এখন ভয় হয়। কখন কে বা এসে মোটরসাইকেল উপরে তুলে দেয়। মোটর সাইকেল দূর্ঘটনায় বিগত সময়ে যতগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে তাদের মধ্যে অধিকাংশই তরুণ।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে অন্তরের অবস্থা একটু খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মঞ্জু ও রাব্বিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply