মোঃ জাকারিয়া সুনামগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধিঃ- ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন পাইগাঁও গ্রামের পাইগাও যুবসমাজের উদ্যোগ টল
টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ২০ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় ছাতক উপজেলার পাইগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিযোগীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। স্থানীয় পাইগাঁও যুবসমাজ গত রমজানে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করে। গ্রামের প্রবাসীরা এতে অর্থায়ন করেন।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন এর যৌথ
সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেক তেলওয়াত করেন হাফিজ মিনহাজ মাহমুদ।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর।
বক্তব্য রাখেন শায়খ আব্দুস সুবহান পাইগাঁওর হুজুর, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মোরাদ হোসেন, পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান, হাজী মর্তুজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, মুছাদ্দেক হোসেন ওয়ারিছ, প্রবাসী আমজদ আলী, আব্দুল হক, ছালিক মিয়া, ওয়ারিছ আলী, আব্দুল বাছির, আইন উদ্দি, মাওলানা মাসুক মিয়া, শাখাওয়াত হোসেন, সুজন মিয়া, প্রবাসী দিলোয়ার হোসেন, উপদেষ্টা মোঃ আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, হাজী সাদক আলী, প্রমুখ
আর ও উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, ইব্রাহিম আলী, কালাম উল্লাহ, আফরোজ আলী, নাইব আলী, তোফাজ্জুল হক গয়াছ, আনফর আলী, মোছাদ্দেক আহমেদ ওয়ারিছ, জয়নাল আবেদীন, বশিদ আলী, ফজর আলী, রেজাউল করিম, হাবিবুর রহমান, কৌছর মিয়া, আলী আহমদ, আসকর আলী, আব্দুস সালাম,আশরাফ হোসেন, উলফত আলী, ময়নুল ইসলাম, আঙ্গুর আলম, শাহাব উদ্দিন, আব্দুল কাইয়ুম, আমিন উদ্দিন, জুলফিকার আলি, ছিদ্দিকুর রহমান, দিলোয়ার হোসেন, আইনুল হক, জাকির হোসেন, হাফিজ ইমরান, হাফিজ আবেদ আলী, হাফিজ আলিম উদ্দিন, সফিফক উদ্দিন হাসির, তারিছ মিয়া, আজমল হোসেন, কামরান আহমদ, ইসমাইল হোসেন আলী প্রমুখ।
Leave a Reply