এস এম মাসুদ রানা বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
(কোভিড-১৯) করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের বিরামপুরে স্বাস্থ্যবিধি না মানায় এবং মাস্ক না পরায় ১৩ জনকে ব্যক্তিকে ১৩টি মামলায় ৪ হাজার ৩শ ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুলাই) বিকেলে শহরের প্রাণকেন্দ্র ঢাকামোড় ও এর আশেপাশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ অর্থদণ্ড প্রদান করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন- করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ পৌর শহরের ঢাকামোড় ও আশেপাশের বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করে অবাদে চলাফেরা করার কারণে রাস্তার পথচারী,মোটরসাইকেল আরোহী,যাত্রীসহ ১৩ জনকে বিভিন্ন পরিমাণের অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন-ঠুনকো অজুহাত দেখাচ্ছেন মাস্ক না পড়া পথচারীরা। অথচ পাঁচ টাকা দামের মাস্ক পথেঘাটে মিলছে। মাস্ক পড়ার সচেতনতা সৃষ্টির জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে থানার এসআই (নিঃ) মামুনুর রশিদ মামুন, বিরামপুর থানা পুলিশগণসহ,উপজেলা প্রশাসন অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
Leave a Reply